বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলের ড্রেজিংয়ে বালু ফেলে ফসলি জমি, চিংড়ি ঘের ও ঘেরে থাকা লক্ষ লক্ষ টাকার মাছ মেরে ফেলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে গ্রামবাসী। মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি কাটাখালী এলাকায় গত শুক্রবার দুপুরে নারী-পুরুষ ও শিশুসহ হাজার হাজার গ্রামবাসি এ মানববন্ধন কর্মসুচিতে অংশ নেন। যদিও পুলিশ প্রশাসন ওই ড্রেজার বন্ধ করে দিয়েছে। অভিযোগ উঠেছে ড্রেজিং কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান জোর করে এ ভাবে বালু ফেলছে। যার কারণে মোংলা বন্দরের সুনাম নষ্ট হচ্ছে। জানা গেছে, পশুর নদী থেকে বাল্কহেড বোঝাই ড্রেজিংয়ের বালু ডাম্পিং করছে ‘মেসার্স এ জেড’ নামের একটি ড্রেজিং কোম্পানি। তাদের প্রতিনিধিরা বন্দরের অধিগ্রহণ করা (ডাইক) জায়গা রেখে মালিকানা কৃষি জমিতে বালু ফেলে ফসল, মাছ ও চিংড়ী ঘের নষ্ট করছে বলে অভিযোগ করে ভুক্তভোগীরা।...