উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জের ৪ লাখ মানুষের সুপেয় খাবার পানি নিশ্চিত করনে কর্মশালায় দাবি তুলেছেন স্থানীয় ভূক্তভোগীরা। সরকারিভাবে খাস পুকুর সংস্কার, পিএসএফ নির্মাণ করে এখনই পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান সরকারের দায়িত্বশীল সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি। শনিবার, (২৭ সেপ্টেম্বর ২০২৫) বেলা ১১টায় তুবা কমিউনিটি সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ এক্সেস প্রকল্পের আয়োজনে খাস পুকুর ও পিএসএফ-এ প্রবেশাধিকার বিষয়ে সিএসও/সিবিও প্রতিনিধিদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালায় মা, সংসদ, স্বাস্থ্য গ্রাম দল ও বাজেট মনিটরিং ক্লাব ও যুব গ্রুপের ৩০ জন স্থানীয় প্রতিনিধিরা অংশ নেয়। সরকারিভাবে এ অঞ্চলে খাবার পানি উপযোগী খাস পুকুরগুলো সংস্কার, পিএসএফ নির্মাণের দাবি তুলে কর্মশালায় বক্তৃতা করেন ডরপ এর মা সংসদের স্পিকার সুফিয়া খাতুন, যুব গ্রুপের নেত্রী শেফালী আক্তার রাখি, বাজেট মনিটরিং গ্রুপের সদস্য মো. শাহজাহান, শৈবা রানি ডাকুয়াসহ...