ভোলার বোরহানউদ্দিন উপজেলা কেন্দ্রীয় মন্দিরের দুর্গাপূজা মণ্ডপে ব্যক্তিগত অনুদান দেওয়ার সময় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল এবিএম ইব্রাহিম খলিল। ভাঙচুর করা হয়েছে তার গাড়ি। এ ঘটনার জন্য সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের সমর্থিত উপজেলা বিএনপির নেতাকর্মীদের অভিযুক্ত করেন ইব্রাহিম খলিল। শনিবার দুপুরের ওই ঘটনার পর বিকালে ভোলা প্রেস ক্লাবে ও বোরহানউদ্দিন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পালটাপালটি সংবাদ সম্মেলন করা হয়। উপজেলা বিএনপির সংসদ সম্মেলনে এ সময় বক্তৃতা করেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরোয়ার আলম খান, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম নাসিম কাজী, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলী আকবর পিন্টু, পৌর বিএনপির সম্পাদক মনিরুজ্জামান কবির, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, পৌর যুবদল সদস্য সচিব আবু জাফর মৃধা, ছাত্রদল সভাপতি শাকিল মাতাব্বর, ছাত্রদল সম্পাদক হাসিবুর রহমান ফাহিম, পূজা...