রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যালে সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সর্বশেষ ৫৪তম সাক্ষী হিসেবে তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য প্রদান করবেন। এর মাধ্যমে মামলার জবানবন্দি তথা সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষ হবে। তার জবানবন্দির অংশবিশেষ ও জব্দকৃত ভিডিও প্রদর্শনী সরাসরি সম্পচার করা হবে বলে জানা গেছে। এদিন সাড়ে ১১টা থেকে বিচারকার্য সম্প্রচারের সম্ভাবনা আছে। মামলার আইও মো. আলমগীরের জবানবন্দি ও জেরায় বেশ কয়েকদিন সময় লাগতে পারে বলে জানা গেছে। রাষ্ট্রপক্ষের সাক্ষী গ্রহণ শেষ হলে নিয়ম অনুযায়ী আসামিপক্ষের সাফাই সাক্ষী হওয়ার কথা থাকলেও এই মামলায় আসামি পলাতক থাকায় তাদের পক্ষে সেই সুযোগ নেই। তার পরিপ্রেক্ষিতে মামলায় যুক্তি-তর্ক উপস্থাপন শুরু হয়ে যাবে। তবে কবে নাগাদ মামলা শেষ হতে পারে সেটি নিয়ে মুখ খুলছেন না সংশ্লিষ্টরা। অবশ্য সাক্ষী গ্রহণ ও যুক্তি-তর্কসহ মামলার আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হতে...