২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ঝিনাইদহের কোটচাঁদপুরে ছাগলের খাওয়ানোর জন্য গাছ থেকে পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হযরত আলী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার বারোমাসি ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। নিহত হযরত আলী কালিগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি কোটচাঁদপুর পৌর শহরের দুধসরা গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। পুলিশ ও স্বজনদের বরাত দিয়ে জানা যায় , সন্ধ্যার আগে ছাগলের জন্য মেহগনি গাছের পাতা আনতে বারোমাসি ব্রিজের পাশে যান হযরত আলী। গাছ থেকে পাতা কাটার সময় সড়কের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গাছে ঝুলে পড়েন। খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক হযরত আলীকে মৃত...