নোয়াখালীর চাটখিলে জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটিতে এক শিবির নেতাকে সিনিয়র সহসভাপতি করে কমিটি ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় ওই শিবির নেতা নিজেই ক্ষোভ প্রকাশ করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ওই নেতার নাম শেখ ফরিদ। তিনি ইসলামী ছাত্রশিবিরের চাটখিল উত্তর থানা শাখার অফিস সম্পাদক। এছাড়া তিনি বর্তমানে নোয়াখালী সরকারি কলেজে অধ্যয়ন করছেন। এর আগে ২০২০ সালে চাটখিল কামিল মাদরাসায় পড়াশোনা শেষ করেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে ছাত্রদলের চাটখিল কামিল মাদরাসার নবগঠিত কমিটির একটি ছবি শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেন ফরিদ। তিনি লেখেন, গতকাল রাতে আমি একটা ফেসবুক পোস্টে এটা দেখতে পেলাম। এ ব্যাপারে আমি অবগত ছিলাম না। আমি ২০২০ সালে চাটখিল কামিল মাদরাসা থেকে বিদায় নিয়েছি। তাই এই কমিটিতে আমার নাম থাকার কোনো যৌক্তিকতা নেই।...