পর্যটনে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ যেন অপরিসীম সম্ভাবনার এক উপেক্ষিত গল্প। রয়েল বেঙ্গল টাইগার ও অপার জীববৈচিত্র্য নিয়েও এই রেঞ্জে পর্যটকের আগমন নগণ্য। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি ও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ হলেও এখানে পর্যটন বিকাশে বাধা আন্তর্জাতিক মানের আবাসন, নিরাপদ জলযান, নিরাপত্তা শঙ্কা। বিশেষজ্ঞেরা বলছেন, সরকারি নীতি ও বেসরকারি বিনিয়োগ পেলে এই অঞ্চল থেকে শত কোটি টাকার রাজস্ব আয় সম্ভব, যা বৈশ্বিক পর্যটনে বাংলাদেশকে তুলে ধরবে। পর্যটন করপোরেশনের তথ্য অনুযায়ী, প্রতিবছর সুন্দরবনে প্রায় ২ লাখ পর্যটক ভ্রমণ করেন। এর মধ্যে সাতক্ষীরা রেঞ্জে আসেন মাত্র ১৫-২০ হাজার, যা মোট পর্যটকের ১০ শতাংশেরও কম। অথচ এই অঞ্চলে রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, কুমির, বানর, অসংখ্য প্রজাতির পাখি, নদী-খাল, মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত এবং পুটনির দ্বীপসহ বহু প্রাকৃতিক আকর্ষণ রয়েছে। স্থানীয় লোকসংস্কৃতি, বনজীবী...