২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম মিশরে চিকিৎসা গ্রহণকারী কয়েক ডজন আহত ফিলিস্তিনিকে স্বল্প সময়ের নোটিশে জোরপূর্বক হাসপাতাল এবং সামাজিক আবাসন থেকে বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। দ্য নিউ আরবের সহযোগী সংবাদ পোর্টাল আল-আরাবি আল-জাদিদকে হতাহতরা এই তথ্য জানিয়েছেন। রোগী এবং তাদের পরিবারের সদস্যরা বলেছেন, চিকিৎসা কর্মী এবং আবাসন সুপারভাইজাররা কেবল সাম্প্রতিক দিনগুলোতে তাদের এই উচ্ছেদের আদেশের কথা জানিয়েছেন, যা সমাজে আতঙ্কের সৃষ্টি করেছে। এখন, কায়রোতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা গৃহহীনতার মুখোমুখি হচ্ছেন। রাজধানীর হাসপাতাল গুলোতে চিকিৎসা নেওয়া সত্ত্বেও মিশরের অন্যান্য অংশে বিকল্প আবাসন খুঁজতে তারা বাধ্য হচ্ছেন। এই দুর্দশার মুখোমুখি হওয়া ফিলিস্তিনিদের মধ্যে রয়েছেন, যারা অঙ্গচ্ছেদ নিয়ে কাজ করছেন বা ক্যান্সার এবং কিডনি অকার্যকারিতার মতো গুরুতর অসুস্থতায় ভুগছেন তারাও। এই অক্ষমতার...