২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম মালয়েশিয়ায় সাবাহ প্রদেশের রাজধানী কোটাকিনাবালুতে সাবাব ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড এক্সপো ২০২৫ - শীর্ষক মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ। গত শুক্রবার থেকে রোববার (২৬-২৮) সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ মেলা আয়োজন করেছে ফেডারেশন অব সাবাহ ইন্ডাস্ট্রিজ।শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবাহ রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার কাম ওয়ার্কস মিনিস্টার দাতুক সাহেলমি ইয়াহিয়া। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের প্রতিষ্ঠানের বুথ পরিদর্শন করেন। বাংলাদেশ এর বুথে অতিথিবৃন্দকে স্বাগত জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা। এ সময় তিনি বুথে প্রদর্শিত বাংলাদেশের বিভিন্ন রফতানিযোগ্য পণ্য সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন এবং সাবাহ রাজ্যে বাংলাদেশের প্রসিদ্ধ পণ্যসামগ্রীর বাজার সম্প্রসারণে রাজ্য সরকারের সহযোগিতার জন্য অনুরোধ জানান। ডেপুটি চিফ মিনিস্টার কাম ওয়ার্কস মিনিস্টার দাতুক...