চট্টগ্রাম: ‘শৈশবেই বুনন হোক সাম্যের মনন’ এই শিরোনামে উচ্চারক শিশু কুঞ্জের আয়োজনে দুইদিন ব্যাপী শিশু আবৃত্তি উৎসব সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়। চট্টগ্রাম শিল্পকলা একাডেমি আবৃত্তিদল, তারুণ্যের উচ্ছ্বাস, প্রমিতি সাংস্কৃতিক একাডেমি, প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি, বিবেকানন্দ সঙ্গীত নিকেতন, ভীমপলশ্রী নৃত্য অঞ্চল। একক আবৃত্তি পরিবেশন করেন আমন্ত্রিত আবৃত্তিশিল্পী সাজেদা ইসফাত রহমান সামান্তা, মো. তাউসিফুল হক চৌধুরী, অনির্বাণ চৌধুরী, বনকুসুম বড়ুয়া, ঐশী পাল, সুপ্রিয়া চৌধুরী, মাহফুজা হক স্নিগ্ধা, অনন্যা চৌধুরী, উচ্চারক শিশু কুঞ্জের বুশরা আলম, তাথৈ বড়ুয়া, হুমায়রা আক্তার, রাইসা জান্নাত নাবিলা, ফারাহ তাহের প্রকৃতি, পূর্ণাশ্রী দেবী, জান্নাতুল নাঈম, দীপা দত্ত, দেবস্মিতা নন্দী শ্রেয়া, ফাইজান ফয়সাল, মো. ইব্রাহিম, আংকিতা বড়ুয়া, আদ্রিতা...