প্রতিশোধমূলক কর্মকাণ্ড ও মামলা বাণিজ্যের মতো অপরাধ না করতে নেতা-কর্মীদের নির্দেষ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার রাজধানীর ইব্রাহীমপুরে কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে বাংলাদেশ জামায়াতের সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।জামায়াত আমির বলেন, ‘ন্যায়বিচারের অধিকার সবার আছে, আমরা ন্যায়বিচারের জন্য পাশে থাকব। মিথ্যা মামলা আমরা দেব না। দেখানো বিচার-বহিষ্কার আমরা করি না। যার ব্যবস্থা নিই ঠিক মতো নিই।’জামায়াত আমির বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছিল, তাদের নেতা-কর্মীরা খুন হবে তাই। সেই ভয়ের, প্রতিশোধের রাজনীতি জামায়াত করবে না। কেউ কারও প্রতি প্রতিশোধ নেবেন না, ধৈর্য্য ধরুন।’জামায়াতের বিরুদ্ধে কেউ কখনো দুর্নীতির অভিযোগ করতে পারেনি উল্লেখ করে দলের আমির বলেন, ‘আমাদের লড়াই দুর্নীতিবাজদের বিরুদ্ধে। সকল সরকারের সময় দুর্নীতি হয়েছে। জামায়াতের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে অভিযোগ করতে পারেনি কেউ কখনো।...