গত মৌসুমের ভরাডুবির পর নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছিল রিয়াল মাদ্রিদ। জাবি আলোনসোর অধীনে চলতি মৌসুমের প্রথম ৮ ম্যাচেই জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। অবশেষে মাদ্রিদ ডার্বিতে এসে এমবাপ্পে-ভিনিসিয়ুসদের জয়ের রথ থামলো। শনিবার (২৭ সেপ্টেম্বর) লা লিগায় মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। দুর্দান্ত এই জয়ে জোড়া গোল করে অবদান রাখেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। লা লিগায় সপ্তম রাউন্ডের ম্যাচে আতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেট্রোপলিতানোতে দুই দল। ঘরের মাঠে ম্যাচের ১৪ মিনিটেই লিড নেয় আতলেতিকো। স্বাগতিকদের প্রথম গোলটি এনে দেন লে নরম্যান্ড। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ১১ মিনিট পরেই সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। আর্দা গুলারের অ্যাসিস্ট থেকে গোলটি করেন দুর্দান্ত ছন্দে থাকা কিলিয়ান এমবাপ্পে। সমতায় ফেরার কিছুক্ষণ...