টাঙ্গাইলের মির্জাপুরে ফরহাদ হোসেন (৩২) নামে এক কাঠ ব্যবসায়ীকে চায়ের দোকানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কাহার্তা মধ্যপাড়া এলাকার বানিজ উদ্দিনের ছেলে।শনিবার (২৭ অক্টোবর) উপজেলার বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া আবলু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনাস্থল ও এলাকার লোকজনের সাথে কথা বলে এই হত্যাকান্ডের পেছনের কোন কারণ জানা যায়নি।ঘটনাস্থলে থাকাদের সাথে কথা বলে জানা গেছে, বেলা আড়াইটার দিকে কাঠ ব্যবসায়ী ফরহাদ ওই এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ করে মতিয়ার রহমান নামের এক ব্যক্তি তাকে পেছন থেকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছেন।এ ঘটনায় অভিযুক্ত মতিয়ার...