মারমা স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে পাহাড়ি আন্দোলনকারী ও বাঙালি অধিবাসীদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় গুইমারাতেও ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার দুপুর থেকে জেলা শহরের মহাজনপাড়ায় উভয় পক্ষের মধ্যে সাড়ে তিন ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল জানিয়েছেন। পরে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধর্ষণের ঘটনায় ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলার মধ্যে দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের জান ও মাল রক্ষায় ১৪৪ ধারা জারি করে। পরে একই কারণ দেখিয়ে গুইমারা উপজেলা প্রশাসনও সেখানে ১৪৪ ধারা জারির কথা জানায়। মঙ্গলবার রাতে এক মারমা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকেই বিক্ষোভ ও উত্তেজনা চলছে পার্বত্য এই জেলায়। মামলার পর বুধবার সেনাবাহিনীর সহায়তায় পুলিশ...