প্রিমিয়ার লিগের শনিবারের (২৭ সেপ্টেম্বর) রাত ছিল অঘটন আর দুর্দান্ত পারফরম্যান্সে ভরপুর। অঘটনের শিকার হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল ও ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি। তবে ঠিকই বড় জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।লিভারপুলকে শেষ মুহূর্তে হারাল প্যালেসশেষ বাঁশির ঠিক আগ মুহূর্তে ক্রিস্টাল প্যালেসের এডি এনকেটিয়াহর শটে যেন থমকে যায় লিভারপুল। প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচ ধরে অপরাজিত থাকা আর্নে স্লটের দলের জয়রথ শেষ হলো ক্রিস্টাল প্যালেসের মাঠে। ম্যাচের শুরুতেই ইসমাইলা সার গোল করে এগিয়ে নেন প্যালেস। এরপর অ্যালিসনের নৈপুণ্যে প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট হয় স্বাগতিকদের।আবারও ম্যানইউর ভরাডুবিবিরতির পর পাল্টা আক্রমণে ওঠে লিভারপুল। তবে গোলরক্ষক ডিন হেন্ডারসনের অসাধারণ সেভে ফিরেছেন গ্র্যাভেনবার্শ ও ভার্টজ। অবশেষে ৮৭ মিনিটে ফেদেরিকো কিয়েসার গোলে লিভারপুল সমতায় ফেরে। কিন্তু যোগ করা সপ্তম মিনিটে এনকেটিয়াহর শটে নাটকীয় জয় নিশ্চিত...