মাদ্রিদ ডার্বি মানেই উত্তেজনা, গ্যালারিভর্তি আবেগ আর মাঠে দমবন্ধ করা লড়াই। তবে শনিবারের ডার্বি যেন ফিরিয়ে নিয়ে গেল ৫০-এর দশকের অ্যাথলেটিকোকে—যেখানে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেওয়া হলো না। কিলিয়ান এমবাপ্পে ও আরদা গুলারের জোড়া আঘাত সামলেই অ্যাথলেটিকো মাদ্রিদ ঘুরে দাঁড়ায় দুর্দান্তভাবে। আলভারেজের ডাবল, সোরলথের হেড আর গ্রিজম্যানের শেষ মুহূর্তের গোল মেট্রোপলিটানোকে পরিণত করে উন্মাদের মিছিলে। ফলাফল—অ্যাথলেটিকো ৫, রিয়াল মাদ্রিদ ২।ডিয়েগো সিমিওনে চমক রেখে সোরলথকে একাদশে নামান। মাঠে নেমেই নরওয়েজিয়ান স্ট্রাইকার অ্যাথলেটিকোর আক্রমণে ধার বাড়ান। ম্যাচে প্রথম আঘাত হানে স্বাগতিকরাই। ডিফেন্ডার লি নরমাদের গোলে লিড নেয় তারা তবে ২৫ মিনিটে এমবাপ্পের গোল রিয়াল সমতায় ফেরে। অ্যাথলেটিকোর তীব্র চাপ অবশ্য গোল হজমের পরও কমেনি। বরং বারবার উড়ে আসতে থাকে ক্রস, যার মোকাবিলায় রিয়ালের রক্ষণ দাঁড়াতে পারেনি।প্রথমে এমবাপ্পে আর পরে গুলারের গোলে ১-২ ব্যবধানে এগিয়ে...