গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তার বিরুদ্ধে লন্ডন প্রবাসী আসাদ চৌধুরীর জমি দখল এবং তার কাছে থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি, খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এই সিআইডি কর্মকর্তা আসাদ হোসেন হিরু নারায়ণগঞ্জে কর্মরত আছেন। ভুক্তভোগী আসাদ চৌধুরী এবং তার স্বজনরা অভিযোগ করে বলেন, উপজেলার বাড়ইপাড়া এলাকায় আসাদ হোসেন চৌধুরী ২০০৬ সালে হিজলহাটি মৌজায় লেহাজ উদ্দিনের কাছ থেকে সাব কবলা দলিল মূলে ২৮২নং খতিয়ানের ৭০নং আরএস দাগে ৮৩ দশমিক ৫ শতাংশ জমি ক্রয় করেন। পরে আসাদ হোসেন চৌধুরী ঔ জমির চারপাশে সীমানা প্রাচীর তৈরি করে ভিতরে ঘরবাড়ি ও গরুর ফার্মসহ ফলের বাগান করে লন্ডনে চলে যান, যা দেখাশোনার দায়িত্ব দেন মো. আলমকে। আসাদ চৌধুরী বলেন, দীর্ঘদিন পর এই জমির বিক্রেতা লেহাজ উদ্দিন মারা গেলে...