ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ। প্রথম দিনে শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করবে ইসি। ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কর্মপরিকল্পনা ঘোষণার দিন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, সংলাপে অংশগ্রহণকারীদের সংস্কার বিষয়ে পরামর্শ থাকলে কর্মপরিকল্পনায় তা যুক্ত করা হতে পারে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে অংশীজনদের মতামত নিয়ে এগোতে চায় কমিশন। এ ব্যাপারে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, ‘সংলাপ শুরু করি আগে। অনেক বিষয়ে মতামত দেবেন নানা শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা। তাদের মতামত আমরা নোট নেব। সবাই মিলে প্রয়োজন মনে করলে তা কর্মপরিকল্পনায় যুক্ত করা হবে।’ এই সংলাপ অবশ্য শেষ পর্যন্ত কতটুকু সফলতা বয়ে আনবে, তা নিয়ে সুশীল...