বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরেও রাষ্ট্রে ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণে দেশের সব মানুষ সমান নিরাপত্তা ও অধিকার ভোগ করতে পারেনি, জুলুম-নির্যাতনের শিকার হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ও রংপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত সেক্রেটারি এসব কথা বলেন। জামায়াত সেক্রেটারি বলেন, ইসলাম সব ধর্মের মানুষের মর্যাদা নিশ্চিত করে। রাষ্ট্রে ইসলাম চালু থাকলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সব শ্রেণী-পেশার মানুষ নিরাপত্তা, সম্মান ও মর্যাদার সঙ্গে থাকতে পারে। জামায়াতে ইসলামী কুরআন ও সুন্নাহর ভিত্তিতে ইসলামী শাসন কায়েম করতে চায়। তিনি খোলাফায়ে রাশেদার যুগকে ইসলামের স্বর্ণযুগ হিসেবে উল্লেখ করেন, যখন ইসলাম চালু ছিল। মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের...