পশ্চিম রাশিয়ার একটি অঞ্চলে বিষাক্ত অ্যালকোহল সেবনের কারণে ২৫ জনের মৃত্যু হয়েছে। তদন্তকারীরা শনিবার (২৭ সেপ্টেম্বর) জানিয়েছেন নিহতদের দেহে মিথানলের উচ্চ বা মারাত্মক মাত্রা পাওয়া গেছে। খবর এএফপির। রাশিয়ার প্রধান তদন্তকারী সংস্থা জানিয়েছে, ফরেনসিক মেডিকেল পরীক্ষায় মৃত ছয় ব্যক্তির দেহে মিথানলের উচ্চ বা মারাত্মক মাত্রা পাওয়া গেছে। এই মৃতদেহগুলো ১০ থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে লেনিনগ্রাদ অঞ্চলের ভোলোসোভস্কি জেলা থেকে সংগ্রহ করা হয়েছিল। তদন্তকারীরা আরও জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজন ব্যক্তিকে আটক করা হয়েছে ও তারা বিচারের অপেক্ষায় রয়েছে। রাশিয়ায় সস্তা ও নকল অ্যালকোহল বা ‘মুনশাইন’ পান করে গণমৃত্যুর ঘটনা নতুন নয়। অতীতেও বেশ কয়েকটি এমন ঘটনা ঘটেছে। ২০১৬ সালে সাইবেরিয়ার ইরকুটস্কে মিথানলযুক্ত নিষিদ্ধ স্নানের তেল পান...