এশিয়া কাপের ফাইনালের আগের দিন পাকিস্তান অধিনায়ক সালমান আগা প্রথমবারের মতো ভারত-পাকিস্তান ম্যাচ পরবর্তী হ্যান্ডশেক বিতর্কে মুখ খুললেন।গত ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে পাকিস্তানকে সাত উইকেটে হারানোর পর ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানায়। সুপার ফোরের ম্যাচেও ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।শনিবার দুবাইয়ে সংবাদ সম্মেলনে আগা বলেন, "আমি ২০০৭ সালে অনূর্ধ্ব-১৬ স্তরে পেশাদার ক্রিকেট শুরু করি। এতদিনে কখনো দুই দলকে ম্যাচ শেষে হাত না মেলাতে দেখিনি। আমার বাবা নিজেও ক্রিকেটপ্রেমী, সেও কখনো এমন ঘটনার কথা বলেননি। ভারত-পাকিস্তানের ম্যাচ আগেও হয়েছে, উত্তেজনাও ছিল, কিন্তু হাত মেলানো সবসময়ই প্রথার অংশ ছিল। হাত না মেলানো ক্রিকেটের জন্য ভালো নয়।”এশিয়া কাপের এই আসরে মাঠের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরের ঘটনাই বেশি আলোচনায় এসেছে। সর্বশেষ ভারত-পাকিস্তান ম্যাচে পাকিস্তানের হারিস...