অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘এনআরবি কানেক্ট ডে : এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ’ শীর্ষক একটি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে অনাবাসী বাংলাদেশিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি স্থানীয় সময় শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ম্যানহাটনের নিউইয়র্ক ম্যারিয়ট মার্কুইসে অনুষ্ঠিত হবে। অধ্যাপক ইউনূস সমাবেশে মূল বক্তব্য উপস্থাপন করবেন। অনুষ্ঠানটি অংশগ্রহণমূলক নানা আয়োজনে সাজানো হয়েছে। এতে শীর্ষ রেমিট্যান্স পাঠানো ব্যক্তিদের স্বীকৃতি, নতুন একটি ডিজিটাল অ্যাপ চালু এবং বিনিয়োগ, নাগরিক পরিষেবা ও প্রবাসীদের সম্পৃক্ততার ওপর আয়োজন থাকবে। এই আয়োজনের মাধ্যমে আনাবাসী বাংলাদেশিদের তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ, উদ্বেগ উপস্থাপন, ধারণা প্রদান এবং বাংলাদেশের সঙ্গে তাদের সংযোগ শক্তিশালী করার উদ্যোগ গ্রহণের সুযোগ পাবেন। ‘জাতীয় সম্পদ হিসেবে প্রবাসীদের কাজে লাগানো’ শীর্ষক একটি প্যানেল আলোচনা হবে। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন। আরেকটি প্যানেল আলোচনা...