শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে গোল করে যে স্বপ্নে বুক বাঁধছিল বাংলাদেশ, সেটিই ভেঙে গেল টাইব্রেকারের নিষ্ঠুরতায়। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব–১৭ ফাইনালের রোমাঞ্চকর ম্যাচটি ২–২ গোলে শেষ হলেও ভাগ্যের খেলায় আবারও ভারতের কাছে হারল লাল–সবুজের ছেলেরা। টাইব্রেকারে ফল হলো ৪–১, আর বাংলাদেশকে মুখোমুখি হতে হলো চিরচেনা হতাশার।এই হারের মধ্য দিয়ে বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে টানা চতুর্থবার ফাইনালে ভারতের কাছে হারল বাংলাদেশ। গত মে মাসে অনূর্ধ্ব–১৯ ফাইনালে টাইব্রেকারে পরাজয়ের দগদগে স্মৃতিই যেন নতুন করে ফিরে এলো কলম্বোতে।ম্যাচের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। মাত্র চতুর্থ মিনিটেই ভারতের দালামুয়োন গাত্তির শটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে ২৫ মিনিটে নাজমুলের কর্নার থেকে মানিকের নিখুঁত হেডে সমতায় ফেরে লাল–সবুজ। কিন্তু ৩৮ মিনিটে গোলকিপার আলিফ রহমানের ভুলে আবারও এগিয়ে যায় ভারত। আজলান শাহের শটে ২–১ করে প্রথমার্ধ...