গাজীপুরের শ্রীপুরে রাস রিসোর্টে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ধর্ষণের শিকার ওই অভিনেত্রী থানায় মামলা দায়ের করেছেন। এদিকে মামলার পর রিসোর্টটিতে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা ও দুই নারীসহ ১৮ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মামলার তদন্তকালীন সময় পর্যন্ত ওই রিসোর্টের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, রাস রিসোর্টে পরিচালক কর্তৃক অভিনেত্রী ধর্ষণের ঘটনার পর থেকেই তদন্ত কাজের ধারাবাহিকতায় শনিবার দুপুরে ওই রিসোর্টে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকায় ২ নারী ও ১৬ জন পুরুষসহ ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তদন্তকালীন পর্যন্ত রিসোর্টের সব কার্যক্রম বন্ধ রাখার কথা বলা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম জানান, রাস রিসোর্টে অভিযান পরিচালনা করে অনৈতিক কর্মকাণ্ডসহ...