কয়েকজন ধরে বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দের চুল-দাড়ি কেটে দেন। ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় হালিম উদ্দিন আকন্দের (৭০) চুল ও দাড়ি কাটার ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে চুল-দাড়ি কাটা ‘হিউম্যান সার্ভিস বাংলাদেশ’ নামে সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি এবং স্থানীয় সহযোগী কয়েকজনকে আসামি করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তারাকান্দা থানায় ভুক্তভোগীর ছেলে শহীদ আকন্দ বাদী হয়ে মামলা করেন।আরো পড়ুন:বরিশালে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১টাঙ্গাইলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা বরিশালে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ তদন্তের স্বার্থে আসামিদের নাম ও পরিচয় প্রকাশ না করার কথা জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান। তিনি বলেন, ‘‘চুল ও দাড়ি কাটার ঘটনাটি প্রায় চার মাস আগের। তবে সম্প্রতি ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি জানার পর আমরা ভুক্তভোগী পরিবারের...