দাপটের সঙ্গে খেলে এবারের এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। রবিবার শিরোপা নির্ধারনী লড়াইয়ে দলটি মুখোমুখি হবে পাকিস্তানের। তার আগে দুশ্চিন্তায় ভারত। চোটে পড়েছেন দলটির দুই তারকা অভিষেক শর্মা ও হার্দিক পান্ডিয়া। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে চোট পান দুজন।শ্রীলঙ্কার ইনিংসে বোলিংয়ে প্রথম ওভার করেন হার্দিক পান্ডিয়া। আউট করেন কুশল মেন্ডিসকে। সেই ওভার শেষেই পান্ডিয়া মাঠ ছাড়েন। এরপর শ্রীলঙ্কার ইনিংসে দশম ওভারে ‘ক্র্যাম্প’–এ (পেশির খিঁচুনি) ভুগে মাঠ ছাড়েন অভিষেক। দুজনের কেউই আর মাঠে ফেরেননি।অভিষেক ও পান্ডিয়ার ব্যাপারে ভারতের বোলিং কোচ মরনে মরকেল বলেন , ‘দুজনেই ক্র্যাম্পে ভুগছিলেন। হার্দিককে আমরা আজ রাতেই পরীক্ষা করব, তারপর সকালে সিদ্ধান্ত নেব। দুজনের সমস্যা শুধু ক্র্যাম্প ছিল। অভিষেক এখন ঠিক আছে।’ কোচের কথায়ই স্পষ্ট, অভিষেকের খেলা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে পান্ডিয়ার বিষয়ে...