জনগণের তথ্য সংক্রান্ত অভিযোগের সমাধান ও তথ্য অধিকার আইন কার্যকরে দ্রুত স্বাধীন ও কার্যকর তথ্য কমিশন গঠনের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষ্যে শনিবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, রাষ্ট্রসংস্কারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও অন্তর্বর্তী সরকার তথ্য কমিশন কার্যকর করা বা আইন সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি। “সরকারের উদাসীনতা জনগণের তথ্যের অধিকার রক্ষায় বড় ব্যর্থতা। কমিশন না থাকায় সরকারি দপ্তরগুলোতে তথ্য গোপন ও স্বপ্রণোদিতভাবে তথ্য প্রকাশ না করার প্রবণতা অব্যাহত রয়েছে। অতীতে কমিশনের কিছু সদস্য দলীয় প্রভাবের কারণে আইন কার্যকর করতে ব্যর্থ হয়েছেন। সরকারের দৃশ্যমান অনীহা এবং সমন্বিত উদ্যোগের অভাবে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহির কোনো দৃষ্টান্ত স্থাপন হয়নি।” জনগণের তথ্যের অধিকার সুরক্ষিত করতে অবিলম্বে স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য ও ‘স্বার্থের দ্বন্দ্বমুক্ত’...