ভারতে তামিলনাড়ুর জনপ্রিয় নায়ক এবং রাজনীতিবিদ বিজয়ের নির্বাচনি সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। দেশটির বার্তাসংস্থা পিটিআই এ খবর জানিয়েছে। স্থানীয় হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও অন্তত ৪০০ জনকে আনা হচ্ছে। সিনিয়র পুলিশ কর্মকর্তা ডেভিডসন দেবাসিরভাথাম এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাপ্তবয়স্কদের বেশিরভাগই ছিলেন বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্ট্রি কাজগম’ (টিকেভি)-এর সমর্থক। তারা প্রায় ছয় ঘণ্টা ধরে অপেক্ষা করছিলেন, তবে বিজয় দেরিতে সমাবেশস্থলে পৌঁছান। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান ঘটনাস্থলে পৌঁছেছেন। জেলা সচিব ভি সেথিলবালাজিকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্ট্যালিন লিখেছেন, এখন পর্যন্ত যা খবর পাচ্ছি, তা উদ্বেগজনক। সমাবেশে জ্ঞান হারানোদের তাৎক্ষণিক চিকিৎসার...