ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ সময় শতশত মানুষ আহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর কারুর জেলায় এ ঘটনা ঘটে। খবর দ্য হিন্দুর নিহতদের মধ্যে ছয় শিশু, নয়জন পুরুষ এবং ১৬ জন মহিলা রয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, বিজয়ের আগমনের অপেক্ষায় তার সমর্থকেরা ৬ ঘণ্টার বেশি সময় ধরে ভিড় করে ছিলেন। তবে তিনি দেরিতে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিজয় মঞ্চে বক্তব্য রাখার সময় জনতার ভিড় ক্রমশ বাড়তে থাকে, অনেকে জ্ঞান হারাতে শুরু করলে তিনি হঠাৎ বক্তৃতা বন্ধ করে দেন এবং ভিড়ে আটকে থাকা মানুষকে পানি দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে হুড়োহুড়িতে বহু মানুষ পদদলিত হন। এদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী...