নিহতরা হলেন: মাদারীপুরের কালকিনি উপজেলার পাইককান্দি গ্রামের মোতালেব মোল্যা (৭০) তার স্ত্রী দেলোয়ারা বেগম (৬০), তাদের মেয়ে রুমা বেগম (৩৫) ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে ওবায়েদুল শেখকে (৪৮)। মাদারীপুরের সদরের ডুমদিয়ার এলাকার মন্টু গাজীর ছেলে টিটো ও কাশিয়ানী উপজেলার মাজড়া গ্রামের গেদু শেখের ছেলে খোকন শেখ (৬২)। পুলিশ জানায়, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের যাত্রী মোতালেব মোল্যার মৃত্যু হয় এবং আহত হন ৫ জন। পরে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মোতালেবের স্ত্রীকে মৃত বলে...