দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানকে অব্যাহতি দিয়েছে জেলা বিএনপি। শনিবার (২৭ সেপ্টেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা ও সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও অব্যাহত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানকে আহ্বায়কের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। তার স্থলে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলামকে রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হলো। জানা গেছে, ২৬ মার্চ বুধবার আনিছুর রহমানকে আহ্বায়ক ও সাইদুল ইসলামকে সদস্যসচিব করে ৩০ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা বিএনপি। আনিছুর রহমান আহ্বায়ক হওয়ার পর থেকে বিভিন্ন সময় তার নানা অনৈতিক কর্মকাণ্ডে বারবার সমালোচিত হয়ে আসছেন।...