স্বপ্ন ছিল শিরোপার, ছিল আত্মবিশ্বাস। মাঠে পারফরম্যান্সেও কোনো কমতি রাখেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।তবে টাইব্রেকারে গিয়ে শেষরক্ষা হলো না। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নাটকীয় এক ফাইনালে হেরে ট্রফি স্পর্শ করা হলো না লাল-সবুজের তরুণদের। রেসকোর্স স্টেডিয়ামে ২-২ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-১ গোলে জয় তুলে নেয় ভারত। এই নিয়ে টানা দ্বিতীয় আসরে ফাইনালে পৌঁছেও ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ ঘটল বাংলাদেশের। ম্যাচের শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ৪ মিনিটেই ভারতের প্রথম গোল। বাঁ দিক থেকে গুনলাইবা ওয়াংখেইরাকপামের বাড়ানো বল ডিফেন্ডারের পায়ে লেগে দিকভ্রষ্ট হয়ে চলে যায় গাংতের কাছে। তিনি ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নেন। তবে এই গোল বাংলাদেশের গতি কমাতে পারেনি। ২৫ মিনিটে কর্নার থেকে হেডে গোল এনে দেন মোহাম্মদ মানিক। আজম খানের হেড পোস্টে লেগে ফিরলে, মানিক হেড করে বল পাঠান গোললাইনের...