বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের আদলে বানানো হয়েছ অসুর। অন্যদিকে দেবী দুর্গার হাতে কাটা নরমুণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখের আদলে। ভারতের স্বার্থবিরোধী অবস্থান নেওয়া তিন রাষ্ট্রপ্রধানের মুখের আদলে অসুরের অবয়ব প্রতিস্থাপন করে পূজার আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গে। পূজার থিমের এমন ব্যতিক্রমী উপস্থাপনা কূটনৈতিক শিষ্টাচারবিরোধী হলেও পূজা উদ্যোক্তারা জানিয়েছে বিষয়টিকে দেশের শত্রুদের বিনাশের প্রতীকী উপস্থাপনা হিসাবেই তারা দেখছেন । রাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুর খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের মণ্ডপে নজরে এসেছে ড. ইউনূস ও শেহবাজ শরিফকে অসুর বানানোর দৃশ্য। ব্যতিক্রমী এই পূজা মন্ডপে প্রবেশ করলে দর্শনার্থীদের চোখে পড়ছে দুর্গার পায়ের নিচে অসুরকে। যার চেহারা হুবহ ফুটিয়ে তোলা হয়েছে ড. মুহাম্মদ ইউনূসের আদলে। অন্যদিকে দেবী দুর্গার হাতে রয়েছে একটি কাটা নরমুণ্ড। এর মুখাবয়ব...