মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদকের ইয়াবা সেবনের একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত থেকেই একাধিক ফেসবুক পেজ ও আইডিতে ভিডিওটি পোস্ট করা হলে তা মুহূর্তেই ভাইরাল হয়। এ নিয়ে জেলায় সাধারণ মানুষসহ দলীয় নেতাকর্মীর মাজে তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ওই শ্রমিক দল নেতার নাম মো. মিলন মিয়া। তিনি নবগঠিত উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার খলশী ইউনিয়নের বাসিন্দা। ইয়াবা সেবনের ওই ভিডিও সম্পর্কে জানতে মিলন মিয়ার সঙ্গে যোগাযোগের জন্য তার ব্যবহৃত ফোনে কল করেও তিনি রিসিভ করেননি। তবে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটনের সঙ্গে কথা হলে তিনি যুগান্তরকে জানান, কয়েক বছর আগের শত্রুতার জেরে ছবিটি আপলোড করা হয়েছে। এখন নেশা করা থেকে সে বিরত আছে। বিষয়টি তদন্ত করা...