মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মিলেনিয়া ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তাঁর মেয়ে দীনা ইউনূসের একটি ছবি প্রকাশ করে প্রেস উইং। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি প্রকাশের পর থেকে কেউ কেউ এটিকে কৃত্রিমভাবে তৈরি বলে সামাজিক মাধ্যমে প্রচার চালায়। এ প্রেক্ষিতে, ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটে দেওয়া ফেসবুক পোস্টে শফিকুল আলম বলেন, ‘যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত ৬টা ০৯ মিনিটে প্রধান উপদেষ্টা এবং তাঁর কন্যার সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ছবি পাঠিয়েছে। আমরা যা জানতে পেরেছি, সাধারণত, হোয়াইট হাউস এই ধরনের ছবি রিসেপশনের কয়েক দিন পরে প্রকাশ করে। সুতরাং, ছবিটি ২৩ সেপ্টেম্বরের রিসেপশনের তিন...