সিলেট নগরে আগামী ৭ অক্টোবরের মধ্যে ব্যাটারিচালিত রিকশা ও টমটম চলাচল বন্ধের আলটিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় ৮ অক্টোবর থেকে পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছে বাস মালিক সমিতি। এদিকে, ব্যাটারিচালিত রিকশা চলাচলে বৈধতা চেয়ে মিছিল-সমাবেশ করার এক ঘণ্টার মধ্যেই প্রধান দুই সংগঠককে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবারের মিছিল থেকে হামলা চালিয়ে কয়েকটি অটোরিকশা ও মাইক্রোবাস ভাঙচুরের ঘটনায় করা মামলায় শনিবার বেলা আড়াইটার দিকে নগরের আম্বরখানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বাসদ সিলেটের আহ্বায়ক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেটের সভাপতি আবু জাফর এবং বাসদ সিলেটের সদস্যসচিব ও ব্যাটারিচালিত রিকশা ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগরের সভাপতি প্রণব জ্যোতি পাল। তাদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে সিলেট নগরে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন ও চালকদের লাইসেন্স প্রদানের দাবিতে আন্দোলন পরিচালিত হয়ে আসছিল। স্থানীয় সূত্রে জানা...