দেশে জাতীয় স্বাস্থ্যনীতি ও প্রতিবন্ধী অধিকার আইন থাকলেও এখন পর্যন্ত মেরুরজ্জুর আঘাতপ্রাপ্তদের জন্য কোনো বিশেষায়িত সরকারি নীতি, প্রোটোকল বা পূর্ণাঙ্গ পুনর্বাসনব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে প্রাথমিক চিকিৎসায় বিলম্ব, দক্ষ জনবলের অভাব এবং পুনর্বাসন সুবিধার সীমাবদ্ধতায় আক্রান্তরা প্রতিনিয়ত প্রতিরোধযোগ্য জটিলতার শিকার হচ্ছেন। বাংলাদেশে মেরুরজ্জুর আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের জন্য সরকারি স্বাস্থ্যসেবা নিয়ে পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) একটি গুরুত্বপূর্ণ গবেষণা করেছে। এটি ২৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। সিবিএম গ্লোবাল ডিজ্যাবিলিটি ইনক্লুসনের সহযোগিতায় পরিচালিত প্রকল্পের আওতায় এ গবেষণার ফলাফল নীতিনির্ধারণী পর্যায়ে সমর্থন আদায়ের জন্য ব্যবহার হবে। গবেষণায় বলা হয়, মেরুরজ্জুর আঘাত কেবল শারীরিক অক্ষমতাই নয়; বরং মনস্তাত্ত্বিক, সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকেও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। বাংলাদেশের অধিকাংশ আঘাতের ঘটনা ঘটে পুরুষদের ক্ষেত্রে- বিশেষত উঁচু স্থান থেকে পড়ে যাওয়া, ভারী মালামাল বহনজনিত দুর্ঘটনা এবং সড়ক দুর্ঘটনার...