সাফ অ-১৭ টুর্নামেন্টের নাটকীয় ফাইনালে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে ড্র ছিল। টাইব্রেকারে ভারত ৪-১ গোলে বাংলাদেশকে পরাজিত করে শিরোপা জিতে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটির পরতে পরতে ছিল নাটকীয়তা। তবে সকল উত্তেজনা যেন খেলার অন্তিম মুহুর্তের জন্য অপেক্ষায় ছিল। ভারত ২-১ গোলে এগিয়ে নির্ধারিত ৯০ মিনিট শেষে। ৫ মিনিট ইনজুরি সময়। সেটাও পেরিয়ে গেছে। একেবারে শেষ মুহুর্তে বাংলাদেশ ডান প্রান্ত থেকে থ্রো ইন পায়। লম্বা থ্রো ইনে বক্সে জটলার মধ্যে বাংলাদেশ প্লেসিংয়ে গোল করলে ভারতের খেলোয়াড়রা স্তব্ধ হয়ে পড়েন। বাংলাদেশের ডাগ আউটে উল্লাস শুরু হয় সমতার। বাংলাদেশ সমতা আনার সঙ্গে সঙ্গে রেফারি খেলা শেষের বাঁশি বাজান। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী নির্ধারিত সময়ে খেলা ড্র থাকলে সরাসরি টাইব্রেকার। ভারত প্রথম তিন শটের তিনটি গোল করে। বাংলাদেশ প্রথম দুই শট মিসের...