রোববারের সংসদীয় নির্বাচনকে সামনে রেখে আরও একটি রাশিয়াপন্থী দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে মলদোভার নির্বাচন কর্তৃপক্ষ। অবৈধ আর্থিক লেনদেনের সন্দেহে রুশপন্থী রাজনৈতিক দল 'গ্রেটার মলদোভা'-কে আগামীকালের নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে বলে আজ শনিবার জানিয়েছেন দেশটির নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা। আজ বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানা গেছে। এর মধ্যে দিয়ে রাশিয়াপন্থী দ্বিতীয় রাজনৈতিক দল হিসেবে নির্বাচন থেকে বাদ পড়ল 'গ্রেটার মলদোভা'। নিষিদ্ধের ঘোষণা আজ এলেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার গভীর রাতেই। উল্লেখ্য, গত সপ্তাহেই মলদোভার নির্বাচন থেকে নিষিদ্ধ করা হয়েছে ‘হার্ট অব মলদোভা’-কে, যারা রাশিয়াপন্থী প্যাট্রিয়টিক ব্লকের অংশ। মলদোভার নির্বাচনে রাশিয়ার কথিত হস্তক্ষেপ, দেশটির নির্বাচন প্রক্রিয়া এবং তাদের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আকাঙ্ক্ষার ভবিষ্যৎ নিয়ে সৃষ্ট উদ্বেগের মাঝেই রাশিয়াপন্থী দুটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ। ‘গ্রেটার...