যুক্তরাজ্যের লেবার পার্টির এক রাজনীতিবিদ তাঁর মেয়র পদের ক্ষমতার অপপ্রয়োগ করে বাংলাদেশ থেকে ৪১ জনের ব্রিটেনের অভিবাসন ভিসা পেতে চেষ্টা করেছিলেন। আবেদনকারীদের নিজের পরিবারের সদস্য ও বন্ধু বলে পরিচয় দিয়েছিলেন তিনি। দ্য টেলিগ্রাফ এক তদন্তের বরাতে এ তথ্য দিয়েছে। তদন্তের মুখে থাকা ব্যক্তির নাম মোহাম্মদ আমিরুল ইসলাম (৪৭)। তিনি লন্ডনের এনফিল্ড কাউন্সিলের মেয়র হওয়ার আগে তাঁর সিল ও লোগো যুক্ত ‘অফিসিয়াল’ ও ‘জাল’ চিঠি ঢাকায় ব্রিটিশ হাই কমিশনে পাঠিয়েছিলেন। এক্ষেত্র তাঁর উদ্দেশ্য ছিল ভিসার আবেদনগুলো যেন ‘নিজের পক্ষে’ বা ইতিবাচকভাবে বিবেচিত হয়। দ্য টেলিগ্রাফ যে চিঠিগুলো দেখেছে, তাতে স্পষ্ট যে মোহাম্মদ আমিরুল ইসলাম দূতাবাস কর্মীদের কাছে লিখেছিলেন যেন তার ‘ভালো বন্ধু’ ও পরিবারের জন্য ‘ভিসা আবেদন প্রক্রিয়া নির্বিঘ্ন’ হয়, যারা তাঁর নর্থ লন্ডনের এনফিল্ড কাউন্সিলের মেয়র পদ গ্রহণ অনুষ্ঠানে যোগ...