বর্তমানে চালের দাম স্থিতিশীল আছে দাবি করে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, খাদ্যবান্ধব কর্মসূচির ‘প্রভাব’ দেখা গেছে চালের বাজারে। শনিবার চট্টগ্রামে এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, “বর্তমানে চালের দাম স্থিতিশীল আছে। এক পর্যায়ে চালের দাম বেড়েছিল, সেটা কমানোর জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ৫০ লাখ থেকে বাড়িয়ে বর্তমানে ৫৫ লাখ পরিবারকে প্র্রতিমাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। “আগে এই কর্মসূচি শুরু হতো সেপ্টেম্বর থেকে, (চলতো) পাঁচ মাস। এখন শুরু হয়েছে অগাস্ট থেকে, (চলবে) ছয় মাস। এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে এই মানুষগুলো তো বাজারে চাল কিনতে যাবে না। এতে বাজারে সরবরাহটা বাড়লো, এবং দামের উপর প্রভাব পড়বে। আমরা লক্ষ্য করছি সেই প্রভাবটা অলরেডি পড়েছে।” তিনি বলেন, “দামটা আরো কমলে আমিও খুশি হতাম, আপনারাও খুশি হতেন। কিন্তু যারা চাল...