আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দিন সংলাপে অংশ নেবেন সুশীল সমাজের প্রতিনিধি ও দেশের খ্যাতনামা শিক্ষাবিদরা। ইসির সহকারী জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।আরো পড়ুন:দেশীয় ৭৩টি বেসরকারি প্রতিষ্ঠানকে নিবন্ধনযোগ্য জানিয়ে ইসির গণবিজ্ঞপ্তিবাংলাদেশের বাস্তবতায় কাজ করা কঠিন: সিইসি দেশীয় ৭৩টি বেসরকারি প্রতিষ্ঠানকে নিবন্ধনযোগ্য জানিয়ে ইসির গণবিজ্ঞপ্তি তিনি জানান, রবিবার দুই পর্বে এই সংলাপ অনুষ্ঠিত হবে। সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত প্রথম বৈঠকে অংশ নেবেন সুশীল সমাজের ২০ জন প্রতিনিধি। দ্বিতীয় পর্বে দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বৈঠক হবে শিক্ষাবিদদের সঙ্গে। এই সংলাপ ইসির অফিসিয়াল ফেসবুক পেজে (https://www.facebook.com/share/1B1SJeBKUw/) এবং ইউটিউব চ্যানেলে (www.youtube.com/@BangladeshECS) সরাসরি সম্প্রচার করা...