একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, পিআর হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। যে সিস্টেম দেশের মানুষ বুঝে না, জানে না, সেটা বাস্তবায়ন করা যাবে না। পিআর দেশের নির্বাচনী আইন বা সংবিধান কোথাও নেই। কিন্তু একটি কুচক্রী মহল পিআর সিস্টেমের কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়। কিন্তু দেশবিরোধী এই চক্রকে মানুষ ভালো করেই চিনে। নির্বাচনে এদেরকে মানুষ উপযুক্ত জবাব দেবে। তিনি বলেন, আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন। বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। এজন্য দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। প্রত্যেক নেতাকর্মীকে ৩১ দফার বিষয়ে গুরুত্ব অনুধাবন করে সে আলোকে কাজ করতে হবে। এলাকার উন্নয়নে, মানুষের প্রত্যাশা...