পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে এক কলেজছাত্রী ও তার ৭০ বছর বয়সি বৃদ্ধ বাবাকে বিবস্ত্র করে নির্মমভাবে মারধর করেছে চরমোন্তাজ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারিকুল ইসলাম মিঠু এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতা রেজাউল মাতব্বরের ছেলে সায়মুন মাতব্বর। অশ্লীল ইঙ্গিতপূর্ণ কথা বলার প্রতিবাদ করতে গেলে এ বর্বরোচিত হামলার শিকার হন নারী শিক্ষার্থী। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে এক কলেজছাত্রী (২৩) ও তার বৃদ্ধ বাবাকে (৭০) বিবস্ত্র করে মারধরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (২৭ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে পটুয়াখালী জেলা সভাপতি রাকিবুল ইসলাম নুর ও সেক্রেটারি কে.এম. তামিম এ দাবি জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে গত বুধবার (২৪ সেপ্টেম্বর) পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে এক কলেজছাত্রী ও তার ৭০ বছর...