২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ পিএম ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির র্যালিতে পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে ৫০ জনকে কারুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে শিশু রয়েছে তিনজন। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যমের দ্য হিন্দুর বরাতে এ তথ্য জানা যায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, বিশৃঙ্খল পরিস্থিতির কারণে বিজয় থালাপতি তার বক্তৃতা সংক্ষিপ্ত করেন এবং পদদলিত হওয়া মানুষকে সহায়তার জন্য পুলিশের কাছে আহ্বান জানান। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দেয়া তথ্যানুযায়ী, থালাপতির রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) এর সমর্থকরা ছয় ঘন্টারও বেশি সময় ধরে তার জন্য অপেক্ষা করেছিলেন। অপেক্ষা শেষে বিজয় যখন রোডশোতে পৌঁছান তখন...