চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে যেকোন ফরম্যাটে নিজেদের এখন আর চেনাতেই পারছে না পাকিস্তান। এবারের এশিয়া কাপে গ্রুপ পর্ব ও সুপার ফোর রাউন্ডেও দেখা গেছে একই চিত্র। দুই ম্যাচেই অনায়াসে জিতেছে ভারত। রবিবার সেই দলটির সঙ্গেই ফাইনালে লড়বে পাকিস্তান। এ ম্যাচে জিততে শিষ্যদের টোটকা দিয়েছেন প্রধান কোচ মাইক হেসন।এবারের এশিয়া কাপে রীতিমতো উড়ছে ভারত। টানা ৬ ছয়ে ফাইনালের টিকিট কেটেছে তারা। দলটির কাছে গ্রুপ পর্বের পর সুপার ফোরেও হেরেছে পাকিস্তান। দুবাইতে হতে যাওয়া ফাইনালের আগেও পিছিয়ে থাকবে তারা। তাই বলে ছেড়ে কথা বলতে রাজি নয় হেসন। ছেলেদের ভারতের বিপক্ষে আগের দুই ম্যাচের হারের স্মৃতি ভুলে গিয়ে খেলায় মনোযোগের পরামর্শ দিয়েছেন তিনি, ‘আমি মনে করি, সুপার ফোরে ভারতের বিপক্ষে আমরা যেভাবে খেলেছি তাতে প্রথম ম্যাচের তুলনায় অনেক বেশি উন্নতি হয়েছে। প্রথম ম্যাচে ছেলেরা...