২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ পিএম সোশ্যাল মিডিয়া বন্ধের প্রতিবাদে প্রায় এক সপ্তাহ অগ্নিগর্ভ ছিল নেপাল। সরকারের বিরোধিতা করে বিক্ষোভ শুরু করেছিল দেশটির তরুণ প্রজন্ম। ৪ সেপ্টেম্বর প্রতারণা রুখতে সোশ্যাল মিডিয়ার ২৬ টি প্ল্যাটফর্ম বন্ধের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের বিরোধিতা করেই দেশজুড়ে সহিংস আন্দোলন শুরু হয়। কাঠমান্ডুর রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তরুণ প্রজন্ম। ভাঙচুর করে নেপালের সংসদ ভবন। শুধু তাই নয়, বিক্ষোভ কারীরা নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং একই সরকারের মন্ত্রীদের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাস্তায় নামিয়ে তাদের পেটাতে শুরু করেন। এমন পরিস্থিতিতে পরিবার নিয়ে নেপাল ছেড়ে পালান অনেক মন্ত্রী। পাশাপাশি সেনার নির্দেশে পদত্যাগ করে পালান দেশটির প্রধানমন্ত্রীর আসনে থাকা কেপি শর্মা ওলি। এই ঘটনার প্রায় ১৮ দিন...