উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুরক্ষার জন্য দেশের পারমাণবিক শক্তিকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। দেশটির সরকারি সংবাদমাধ্যম শনিবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ নির্দেশের কথা জানায়। গত শুক্রবার উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র গবেষণা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে কিম জং উন বলেন, “আমাদের পারমাণবিক ঢাল ও আক্রমণক্ষম তলোয়ারকে ধারাবাহিকভাবে উন্নত ও আধুনিক করতে হবে। কেবল এভাবেই দেশের স্বাধীনতা, নিরাপত্তা, জাতীয় স্বার্থ ও উন্নয়নের অধিকার নিশ্চিত করা সম্ভব।” কয়েক দশক ধরে পিয়ংইয়ং নিজস্ব পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যার মধ্যে গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কার্যক্রমও রয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের মতে, এই সক্ষমতার মাধ্যমে উত্তর কোরিয়া বছরে প্রায় ২০টি পর্যন্ত পারমাণবিক বোমা তৈরির ক্ষমতা অর্জন করেছে। কয়েক দিন আগে দক্ষিণ...