মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে দুষ্কৃতিকারীরা উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ভবানীপুর বিশ্বাসপাড়া গ্রামের মন্দিরে প্রবেশ করে দুটি মূর্তির হাত ও মাথা ভেঙে ফেলে।শিবালয় থানা-পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে ভবানীপুর বিশ্বাসপাড়া গ্রামে কালী মন্দিরের দুটি প্রতিমার মাথা ও হাত ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। এরপর তারা বিষয়টি মন্দির পরিচালনা কমিটিকে জানায়। খবর পেয়ে মন্দির কমিটির সভাপতি রঞ্জন বিশ্বাস ঘটনাস্থলে যান।রঞ্জন বিশ্বাস বলেন, ‘আজ সকালে খবর পেয়ে মন্দিরে গিয়ে তিনি দেখি দুটি প্রতিমার হাত ও মাথা ভাঙা অবস্থায় পড়ে আছে। মন্দিরটি নির্জন স্থানে থাকায় অরক্ষিত ছিল। সেই সুযোগে দুষ্কৃতিকারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।’তিনি আরও বলেন, ‘আমাদের গ্রামে হিন্দু-মুসলমান সবাই মিলেমিশে বসবাস করি, কোনো সাম্প্রদায়িক বিভেদ নেই।...