বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য- গাজায় ইসরায়েলি হামলায় আরও কমপক্ষে ৬০ ফিলিস্তিনি নিহতগাজায় কাজ ‘শেষ করার’ প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলের সর্বশেষ হামলায় আরও অন্তত ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ডেনমার্কের প্রধান সামরিক ঘাঁটির আকাশে ‘রহস্যময়’ ড্রোন, রাশিয়াকে সন্দেহডেনমার্কের প্রধান সামরিক ঘাঁটির আকাশে ‘রহস্যময়’ ড্রোন দেখা গেছে। এ ঘটনায় আবারও রাশিয়াকে সন্দেহ করা হচ্ছে। ডেনিশ কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে কারুপ বিমানঘাঁটির আকাশে ড্রোন দেখা যায়। কয়েক ঘণ্টা ধরে চলা এ ঘটনায় ঘাঁটির ওপরের বেসামরিক আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করা হলেও তাতে কোনো বাণিজ্যিক ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়নি। ভারতে ‘আই লাভ...